
চাঁদপুরের হাইমচর উপজেলায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের অভিযান পরিচালনা শেষে, ২৫ শে অক্টোবর বিদায় অভিযানে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস এর নেতৃত্বে, এস আই সঃ মংকু চাকমা, কনস্টেবল মেহেদী, কনস্টেবল খোরশেদ আলম কনস্টেবল ফজলুল হক কনস্টেবল আহসান কবির কনস্টেবল নয়ন নয়ন কুমার সাহা সহ ডিউটি রত পুলিশ অফিসারদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এস আই কাজল চন্দ্র মজুমদার।
উক্ত সময়কালে নিম্নবর্ণিত কার্যক্রম নিষিদ্ধ করা হয়ছিল, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ; খ) গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ-নদীতে ইলিশ মাছ আহরণ; এবং সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়। সহ সবকিছু নিষিদ্ধ থাকার পর অভিযানের ২২ দিন মেয়াদ শেষ হলে ২৫ অক্টোবর রাত ১২ টার পরে স্বাভাবিকভাবে জেলেরা মাছ ধরতে পারবে বলে জানিয়েছেন।
এবিষয় তারা আরো জানান অভিযানের পাশাপাশি,বিগত বছরগুলোর মত নদীতে প্রচুর পরিমাণ মাছ না থাকা এবং প্রশাসনের জোরালো অভিযানের কারণে জেলেরা নদীতে কম নামার চেষ্টা করেছে।
এস এম পারভেজ : 
























