
খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা। গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুকে আইডিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা খাগড়াছড়ি প্রশাসনের বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে, চলমান অবরোধ কর্মসূচি আজ রাত ১১:০০টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।
পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে।
এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়। জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।