
বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পাবনা মানসিক হাসপাতালে ১১শ’ শয্যার আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট স্থাপন প্রকল্প আজ অনুষ্ঠিত একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় অনুমোদন পেয়েছে।
তিন বছর মেয়াদি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতাল বর্তমানে ৫০০ শয্যা থেকে ১ হাজার ১০০ শয্যায় উন্নীত হবে।
প্রকল্পটি মহামান্য রাষ্ট্রপতির প্রত্যক্ষ আগ্রহ ও তত্ত্বাবধানে দুই বছর আগে প্রাথমিকভাবে গৃহীত হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সক্রিয় প্রচেষ্টায় এবং ধারাবাহিক তদবিরে অবশেষে আজ একনেক সভায় প্রকল্পটি পাস হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ প্রকল্পের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালকে আধুনিক চিকিৎসা, গবেষণা, প্রশিক্ষণ এবং পুনর্বাসন সুবিধাসহ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় নির্মিত হবে অত্যাধুনিক হাসপাতাল ভবন, মানসিক রোগীদের জন্য আবাসন ব্যবস্থা, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক ল্যাবরেটরি, পুনর্বাসন ইউনিট এবং একটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
বর্তমানে পাবনা মানসিক হাসপাতাল ৫০০ শয্যার হলেও প্রতিদিন প্রায় দেড়গুণেরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল ঘাটতির কারণে সেবা কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মানসিক স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশের মানসিক স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিজস্ব সংবাদ : 


















