
বান্দরবানের রুমা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।
বুধবার (২রা অক্টোবর) দুপুর দশটায় বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন, পিতা- ইলিয়াস মিয়া’র ছেলে অপু মিয়া (২৬), পিতা লাল মিয়া’র ছেলে অ্যাডভোকেট মোমেন মিয়া ( ৩২), তারা দু’জনই নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ থানা, রুগুরামপুর বাসিন্দা।
জানা যায়, কেওক্রাডং ভ্রমণ থেকে ফিরে এসে বগালেক কাছাকাছি ঢালু রাস্তায় নামার সময় এক পর্যটক মোটরসাইকেল ব্রেক ফেল করে ওপর আরেকটি বাইকের সাথে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে উল্টে যায়। এতে দু’জন সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কারণে বগালেকগামী পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পর্যটকরা অতিরিক্ত গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর ফলে ঝুঁকি আরও বেড়ে যায়। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বগালেক ও কেওক্রাডং দেশের অন্যতম পর্যটন স্পট। তবে রাস্তার দুর্গমতা ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।