
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এবং “যুবক, ঐক্য ও প্রগতি-যুবদলের মূলনীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াশ পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নজরুল প্রধান।
দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের প্রতি অগাধ আনুগত্যের পরিচয়ে নজরুল প্রধান বলেন, “বিগত ১৬ বছর দলের দুঃসময়ে আন্দোলন ও সংগ্রামের প্রতিটি পর্বে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আন্দোলনে অংশ নিতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের গায়েবি মামলার শিকার হয়ে বহুবার কারা নির্যাতন ও নিপীড়নের মুখে পড়েছি। তবুও দলের জন্য, নেতাকর্মীদের পাশে থেকে, মাঠে-ঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামী তাড়াশ পৌর যুবদল কাউন্সিলে যদি দল আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে, তাহলে ইনশাআল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তাড়াশ পৌর যুবদলকে সারা বাংলাদেশের মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব।”
পরিশেষে নজরুল প্রধান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৭ অক্টোবর) উপলক্ষে আমি তাড়াশ পৌরসহ সারাদেশে সফল ও সুশৃঙ্খলভাবে উদযাপনের প্রত্যাশা করছি।”
নজরুল প্রধানের এই ঘোষণা তরুণ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার করেছে বলে জানা গেছে।
এস. এম. রুহুল তাড়াশী : স্টাফ রিপোর্টার 



















