
বান্দরবানের রুমায় আসন্ন প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ বছর রুমা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মাঝে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রুমা উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ বিহার, প্রবারণা উৎসব ও ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন পরিষদ এবং ব্যক্তিগত আবেদনকারীদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা পরিষদের এ আর্থিক সহায়তা স্থানীয় জনগণের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। বিহার পরিচালনা কমিটির সদস্যরা জানান, এ অনুদান উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মাস্টার জানান, ওয়াগ্যেয়াই পোয়ে উপলক্ষে চার দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস উড়ানো, লোকনাট্য পাংখুং এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হবে।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে উৎসব উদযাপন পরিষদকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তার জন্য সম্মানিত সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবং অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন উক্যসিং মাস্টার।
উল্লেখ্য যে, আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা উৎসব। ওয়াগ্যেয়াই পোয়েটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও এই উৎসবটি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয় প্রতিবছর।
স্থানীয় উৎসব উদযাপন কমিটির সংশ্লিস্টরা এ সময় বলেন, সরকারের সহযোগিতা এবং জেলা পরিষদের আর্থিক সহায়তা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, রুমায় প্রতিবছর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় শিক্ষার নানা কর্মসূচি পালিত হয়। এবারের আর্থিক অনুদানকে ঘিরে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, অনুষ্ঠান আরও বর্ণিল ও সুন্দরভাবে সম্পন্ন হবে।