ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী’র মৃত্যু রামগঞ্জে বিএনপির দুর্গে দ্বন্ধ সক্রিয় জামায়াতসহ বিরোধী জোট গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী বাগবাটীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান পিন্স এর সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন : তৌহিদুল আলম মামুন শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক তাড়াশে বরই চাষে আগাম বাম্পার ফলনের আশা কৃষক এরশাদ সরদারের সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

​অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক ও ইংল্যান্ডের টিমের দ্বারস্থ সরকার; খতিয়ে দেখা হচ্ছে নাশকতা ও অব্যবস্থাপনার দিক: শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও নেপথ্যের সব দিক খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার ঘোষণা করেছেন, এই ঘটনার তদন্তে অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞদের একটি দলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তারা শীঘ্রই এসে তদন্ত কাজ শুরু করবেন।

​আজ (২৫ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো প্রকার অব্যবস্থাপনা অথবা নাশকতা ছিল কি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল মাঠপর্যায়ে তদন্ত করে তার সুনির্দিষ্ট কারণ ও তথ্য জানাবে।

​প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে, সবমিলিয়ে মোট ৩৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়’ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে বলেও তিনি উল্লেখ করেন।

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুসংবাদ: ই-গেট শিগগিরই চালু, পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ

​এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ দুটি উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ই-গেট শিগগিরই চালু করা হবে।” একইসঙ্গে তিনি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং অন্যান্য প্রক্রিয়া আরও কীভাবে সহজ করা যায়, সে বিষয়েও সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেন।

​পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার এবং উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত

​অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক ও ইংল্যান্ডের টিমের দ্বারস্থ সরকার; খতিয়ে দেখা হচ্ছে নাশকতা ও অব্যবস্থাপনার দিক: শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও নেপথ্যের সব দিক খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার ঘোষণা করেছেন, এই ঘটনার তদন্তে অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞদের একটি দলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তারা শীঘ্রই এসে তদন্ত কাজ শুরু করবেন।

​আজ (২৫ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো প্রকার অব্যবস্থাপনা অথবা নাশকতা ছিল কি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল মাঠপর্যায়ে তদন্ত করে তার সুনির্দিষ্ট কারণ ও তথ্য জানাবে।

​প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে, সবমিলিয়ে মোট ৩৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়’ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে বলেও তিনি উল্লেখ করেন।

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুসংবাদ: ই-গেট শিগগিরই চালু, পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ

​এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ দুটি উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ই-গেট শিগগিরই চালু করা হবে।” একইসঙ্গে তিনি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং অন্যান্য প্রক্রিয়া আরও কীভাবে সহজ করা যায়, সে বিষয়েও সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেন।

​পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার এবং উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।