
বাগবাটী ইউনিয়নের অন্যতম জনবহুল এলাকা বাগবাটী হাটখোলা প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগবাটী ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে বাগবাটী ইউনিয়ন বিএনপির নবগঠিত ৯ টি ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এম.এ.আব্দুল মান্নান খান পিন্স এক বিশাল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বাগবাটী ইউনিয়ন বিএনপি’র আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান খান দুদু সাহেবের সভাপতিত্বে এবং বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের কৃত্তি সন্তান সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. এ. আব্দুল মান্নান খান পিন্স ।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম মির্জা সহ সভাপতি জহুরুল ইসলাম ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জেলহক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ সহ ইউনিয়ন যুবদল সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদ সদস্য সচিব হাসান খান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু সহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী এবং নবগঠিত ৯ টি ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা পরিচিতি পর্ব শেষে মিষ্টি বিতরণ করার মাধ্যমে প্রধান অতিথি এম.এ. আব্দুল মান্নান খান পিন্স মহোদয় কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ।
শাহীন খান 


















