
গাজীপুরের টঙ্গীতে টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের একদিন পর পঞ্চগড়ে উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা বিকেলে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জানা যায়, গত বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মুফতি মহিবুল্লাহ। পরদিন বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বাদ জুমা টঙ্গী বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টঙ্গী স্টেশন রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা ইসকন নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন— “ইসলামের শত্রুরা হুশিয়ার, দুনিয়ার মুসলিম এক হও, বাংলার জমিনে ইসকনের ঠাঁই নাই।”

বিক্ষোভ চলাকালীন সময় মহাসড়কের ফ্লাইওভারের নিচে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে বিকেল ৩টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “পঞ্চগড়ের তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে।”
তিনি আরও বলেন, “ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে ধর্মীয় সংবেদনশীলতা দেখা দিলেও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
মো:নজরুল ইসলাম : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 


















