
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে মায়া এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়, কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানে তাকে সহায়তা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, মায়া এন্টারপ্রাইজে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। অবৈধ উৎপাদন কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কারখানা থেকে পলিথিন উৎপাদনের ১৫০ কেজি প্লাস্টিকের কাঁচামাল দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। ভবিষ্যতে আর কোনো প্রকার নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হবে না মর্মে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কারখানাটিতে আর পলিথিন উৎপাদন হতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে সরকারি নির্দেশনায় পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।