
নীলফামারীতে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন নীলফামারী। শনিবার বিকেলে নীলফামারী বড় মাঠে সাদা জার্সি পড়ে মাঠে নামেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের দল ও লাল জার্সি পড়ে মাঠে সাংবাদিক একাদশ দল।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু,সাবেক সভাপতি তাহমিদ হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, সহ অনেকে।
দুই দলের এগারো-এগারো ২২ জন খেলোয়াড় মাঠে নামেন। ২/১গোলে বিজয় লাভ করেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। ম্যান অফ দ্যা মাচ বিজয় লাভ করেন, সময় টিভির রংপুর ব্যুরো নাজমুল ইসলাম নিশাদ। উপস্থিত দর্শকেরা খেলাটি উপভোগ করেন প্রাণভরে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন চাঙ্গা থাকে। সাংবাদিকদের এই খেলা দেখে জেলার বিভিন্ন স্তরের লোকজন খেলার প্রতি আগ্রহ জন্মাবেন বলে আশা করেন তিনি।
নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান বলেন, আমরা সব সময় অন্যের খবর লিখি। আমাদের মধ্যে একটি মিলনমেলার আয়োজন এটি খুব ভালো লাগলো আজ। সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো। কাজের মধ্যেই থাকি আমরা সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না যেটি আজ হয়েছে। বন্ধুত্ব আরো ভালো হলো। গণমাধ্যম কর্মীদের এরকম আয়োজন সব সময় হওয়া দরকার তাহলে বন্ধুত্ব অটুট থাকবে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
সেলিম রেজা, নীলফামারী : 



















