
পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বাড়াতে আবারও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশের অঙ্গসংস্থা ‘হিল ফ্লাওয়ার’।
আগামী ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন পরিষদের অধীন ৬টি পাড়ার মোট ১৭৯ জন দরিদ্র পরিবারের হাতে আয়বর্ধনমূলক (আইজিএ) কাজের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হবে।
জানা গেছে, সংস্থাটি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিলাইছড়ির মোট ৭৮টি পাড়ার মধ্যে এবার ৬টি পাড়ার অধিবাসীরা এই সুবিধা পাচ্ছেন।
এসময় ‘হিল ফ্লাওয়ার’ এনজিও-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা এবং অর্গানাইজার শীলা চাকমা।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে জেলার বিভিন্ন উপজেলার ২৬টি পাড়ায় এ ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের আশা, এই নগদ অর্থ সহায়তা স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিলাইছড়ি (রাঙামাটি) : 



















