
বান্দরবান জেলার রুমা উপজেলায় পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২০ অক্টোবর, সোমবার, একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রুমা উপজেলার চারজন চেয়ারম্যান— উহ্লামং মার্মা, অংসিনু মার্মা, জিরা বম এবং মেনরত ম্রো— এই ক্যাম্পের আয়োজনে যুক্ত রয়েছেন।
ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুমা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আলমগীর হোসেন, পিএসসি। এছাড়া ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মার্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই ক্যাম্পে অঞ্চলজুড়ে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি দল রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে রোগীদের জন্য ফ্রি চশমা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে, যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করা হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্প আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।