ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কাজিপুরে অবৈধভাবে বিক্রি হচ্ছে নদী খননের মাটি তিস্তা মহাপরিকল্পনার দাবিতে একযোগে মশাল প্রজ্জ্বলন বিলাইছড়িতে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দলীয় কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু; ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে এস.এম. শফিউল আজমকে সংবর্ধনা  আখতারুজ্জামান স্মরণে ঈশ্বরদীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত “জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে নাগরিক সেবা” — বিভাগীয় কমিশনার এইচএসসিতে পাশের হার ৫১.৫৪ শতাংশ; ময়মনসিংহ শিক্ষা বোর্ড রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

রুমায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর

বান্দরবান জেলার রুমা উপজেলায় পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২০ অক্টোবর, সোমবার, একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রুমা উপজেলার চারজন চেয়ারম্যান— উহ্লামং মার্মা, অংসিনু মার্মা, জিরা বম এবং মেনরত ম্রো— এই ক্যাম্পের আয়োজনে যুক্ত রয়েছেন।

ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুমা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আলমগীর হোসেন, পিএসসি। এছাড়া ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মার্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই ক্যাম্পে অঞ্চলজুড়ে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি দল রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে রোগীদের জন্য ফ্রি চশমা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে, যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করা হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্প আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

কাজিপুরে অবৈধভাবে বিক্রি হচ্ছে নদী খননের মাটি

রুমায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর

আপডেট সময় ০৯:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বান্দরবান জেলার রুমা উপজেলায় পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২০ অক্টোবর, সোমবার, একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রুমা উপজেলার চারজন চেয়ারম্যান— উহ্লামং মার্মা, অংসিনু মার্মা, জিরা বম এবং মেনরত ম্রো— এই ক্যাম্পের আয়োজনে যুক্ত রয়েছেন।

ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুমা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আলমগীর হোসেন, পিএসসি। এছাড়া ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মার্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই ক্যাম্পে অঞ্চলজুড়ে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি দল রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। বিশেষ ক্ষেত্রে রোগীদের জন্য ফ্রি চশমা ও ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে, যাদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করা হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে চোখের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্প আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।