
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা সোহাগীপাড়া ঘাট এলাকায় সরকারি নদী খননের মাটি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী রুমেল হাসান বাবুর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার ব্যবহার করে এই মাটি বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড ইছামতি নদী খনন করে নদীর তীরে মাটি স্তুপ করে রাখে। কিন্তু সরকারি অনুমতি ছাড়া সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রুমেল হাসান বাবু। ড্রেজারের শ্রমিকরা জানিয়েছেন, মাটি কাটার কাজ করছেন বাবু নামে একজন ব্যক্তি। তবে তাদের জানা নেই, কাজের জন্য কোনো অনুমোদন আছে কি না। এদিকে রুমেল হাসান বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাঈমা জাহান সুমাইয়া জানিয়েছেন, নদী খননের মাটি বিক্রির কোনো অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলছে এই মাটি বিক্রির কৌশল এবং এর সঙ্গে জড়িত আছেন প্রভাবশালী মহল। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।