
আশুলিয়ায় টেলিভিশন ভিত্তিক সাংবাদিকদের নতুন সংগঠন ‘আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাব’ এর আত্নপ্রকাশ এবং একইসাথে আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে আশুলিয়ার গণকবাড়ী এলাকার লাসানিয়া রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি জাকির হাসান সভাপতি এবং বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি মোছাঃ শেফালী খাতুন মিতু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিকভাবে ঘোষিত সাত সদস্যের এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন একাত্তর টেলিভিশনের আশুলিয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম অনিক। এছাড়াও দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: আরটিভির ওমর ফারুক যুগ্ম-সাধারণ সম্পাদক: গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি মোঃ শাহীন আলম, অর্থ সম্পাদক: জিটিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্ত, কার্যনির্বাহী সদস্য: লাইজু আহম্মেদ চৌধুরী
সভায় উপস্থিত সাংবাদিকরা জানান, প্রাথমিকভাবে সাত সদস্য নিয়ে কার্যক্রম শুরু হলেও শিগগিরই ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সংগঠনের নেতারা বলেন, আশুলিয়ার সাংবাদিকদের মধ্যে পেশাগত বন্ধন ও সহযোগিতা আরও জোরদার করাই এই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি সঠিক সংবাদ পরিবেশন ও এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায় ‘আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাব’।