
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, “নিউ সোনার মদিনা” নামে চট্টগ্রাম মেট্রো-জ ০৪–০০৬২ নম্বরযুক্ত বাসটি রাজস্থলী উপজেলা থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল। বাসটিতে মাত্র তিনজন যাত্রী ছিলেন। ডাকবাংলা পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সাথে সাথে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় রাস্তার পাশের গভীর খাদে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়নি। যাত্রীদের মধ্যে একজন হালকা আঘাত পান, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়।
তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তিন নম্বর বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান, “বাস পড়ে যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি চালক-হেলপার নেই, তবে তিনজন যাত্রী নিরাপদে আছেন, একজন সামান্য আঘাত পেয়েছেন।”
স্থানীয় বাসিন্দা দুলাল দে (তন্নয়) বলেন, “এই অংশে সড়কের ঢাল বেশি। গতি সীমা না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তার কৃপায় সবাই প্রাণে বেঁচে গেছে।”
চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আজিমুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। চালক-হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।”