
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের রূপরেখা ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা করতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং সাংগঠনিক দিক নির্দেশনা দেন সাংগঠনিক সম্পাদক বাবু নিরুপন তঞ্চঙ্গা। এ সময় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন শিকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রায় বাবু, জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন এবং কৃষক দলের সভাপতি মোঃ নুরুজ্জামান রিপন। এছাড়া ১নং বিলাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শেখ শাকিরুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এজন্য ওয়ার্ডভিত্তিক দলীয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।