
নীলফামারীর ডিমলা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের কে গোলাপের সৌরভে বরণ ও গত বছরের কৃতি মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।
প্রস্ফুটিত হও ফুলের সৌরভে প্রদীপ্ত হও ঞ্জানের গৌরবে। এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিমলা কামিল মাদরাসাা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শামছুল আলম, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা কামিল মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যােতি বিকাশ, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, ডিমলা থানা অফিসার ইনচার্জ ফজলে এলাহী, এলাকার সুধিজনসহ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য অভিভাবক ও শিক্ষার্থীগণ।
বক্তাগণ বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের চর্চার মাধ্যমে তোমরাই হবে আগামী দিনের আলোকবর্তিকা। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, জ্ঞান ও মানবিক গুণাবলীর বিকাশই একটি আদর্শ সমাস গঠনে মূল ভিত্তি। শিক্ষার উদ্দেশ্য শুধু লেখাপড়া করে সার্টিফিকেট অর্জনই নয়, বরং মানুষের মত মানুষ হয় মূল উদ্দেশ্য। শিক্ষার জন্য এস এবং সেবার জন্য বেরিয়ে যাও। দেশ ও জাতি তোমাদের পথ চেয়ে রয়েছে। তোমাদের হাত ধরেই হোক আগামী দিনের দেশ ও জাতির উন্নতির চাবিকাঠি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুস সালাম।
আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে ও করতালির মাধ্যমে বরণের করা হয় এবং গত বছরের কৃতি মেধাবীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরুস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিদের মাদরাসার পক্ষে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়। সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।