
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সকালে মহানগরের ১৫ নং ওয়ার্ডের মাসকান্দা এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ৩১ দফা রূপরেখার মূল বার্তা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও দেশের সার্বিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা। তারা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন ও জনগণের সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী বিএনপির এই গণসংযোগ উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।