
গাইবান্ধা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে প্রায় ১৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে সদর থানার পূর্ব কমরনই (বাঁধের মাথা) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম মোঃ বাবুল আহমেদ (৩৭)। তিনি বগুড়া জেলার কালসি মাটি দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার এসআই মোঃ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER SF 150.সিসি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি করলে সেটির পেছনের সিটে বাঁধা একটি বস্তার ভেতর চারটি পলিথিন প্যাকেটে মোট ১৯ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এই অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি realme ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত এই আলামতগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৪৫ হাজার টাকা।
অভিযানে এসআই জুয়েল ইসলাম, সিপাই জয়ন্ত কুমার সাহা, সাঈদ আনোয়ার, সোলায়মান গনি, আকতারুজ্জামান, আবু হাসান সিদ্দিক, ওয়্যারলেস অপারেটর সুমন চৌধুরী ও গাড়িচালক মোনায়েম হোসেন অংশ নেন।
সদর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাবুল আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(গ) ধারা মোতাবেক সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।