
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের রাজ নগর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে সিংঙ্গাপুর প্রবাসী রুবেল হোসাইন।
গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ টার দিকে রাজ নগর ইউছুব মোল্লার বাড়িতে গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু এবং মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালালেও কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় জন প্রতিনিধি জসীম উদ্দিনের মেম্বারের নেতৃত্বে আগুনে পুড়ে ঘরবাড়ি ও সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া ইউছুব মোল্লার পরিবারকে প্রয়োজনীয় পুনর্বাসনের জন্য নগদ ৪০০০০/- (চল্লিশ হাজার) আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় জন প্রতিনিধি জসীমউদ্দিন মেম্বার বলেন, প্রবাসী ভাই বন্ধুদের এই মানবিক কাজের সাথে তিনি সব সময় পাশে থাকবেন কোন ব্যাক্তি সার্থে নয়। জনগনের যে কোন মানবিক কল্যানের সার্থে।