
ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ জমা পড়ে জামগড়া আর্মি ক্যাম্পে। অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) গভীর রাতে ক্যাম্পের একটি বিশেষ টিম এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইমন ও রাহুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭টি দেশীয় অস্ত্র (রামদা, চাপাতি ইত্যাদি), ২টি টেজার এবং অপরাধমূলক তথ্যসংবলিত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ ইমন (২৩) ঠিকানা: ভাদাইল, আশুলিয়া; মোঃ রাহুল (২৩), ঠিকানা: ভাদাইল, আশুলিয়া; মোঃ সাইরোয়ার (৩০) ঠিকানা: ভাদাইল, আশুলিয়া; মোঃ সানোয়ার (৩৩), ঠিকানা: ভাদাইল, আশুলিয়া; মোঃ বায়েজিদ (২২), ঠিকানা: ফরিদপুর। উদ্ধারকৃত আলামত হিসেবে জব্দ করা হয়, দেশীয় অস্ত্র: ১৭টি (রামদা, চাপাতি ইত্যাদি), টেজার: ২টি, অপরাধমূলক তথ্যযুক্ত মোবাইল ফোন: ৬টি
স্থানীয় বাসিন্দারা জানান, এই সন্ত্রাসী চক্রের কারণে দীর্ঘদিন ভাদাইল এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সবাই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বলেন, এই চক্রের কারণে আমরা প্রতিদিন ভয়ে ছিলাম। সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের ধরেছে এটা এলাকাবাসীর জন্য বড় স্বস্তি।
সেনা সূত্র জানায়, অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।