ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কাজিপুরে অবৈধভাবে বিক্রি হচ্ছে নদী খননের মাটি তিস্তা মহাপরিকল্পনার দাবিতে একযোগে মশাল প্রজ্জ্বলন বিলাইছড়িতে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দলীয় কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু; ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে এস.এম. শফিউল আজমকে সংবর্ধনা  আখতারুজ্জামান স্মরণে ঈশ্বরদীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত “জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে নাগরিক সেবা” — বিভাগীয় কমিশনার এইচএসসিতে পাশের হার ৫১.৫৪ শতাংশ; ময়মনসিংহ শিক্ষা বোর্ড রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

বিশ্বনাথে স্বামীর ঘরে উঠতে দু’দিন ধরে অনশনে অন্তঃসত্ত্বা স্ত্রী

স্বামীর ঘরে উঠতে ঘরের বারান্দায় দুদিন ধরে অনশন করছেন সিলেটের বিশ্বনাথের এক অন্তঃসত্ত্বা তরুণী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে, সিএনজি চালক, বর্তমান কাতার প্রবাসী স্বামী আরিফ উদ্দিনের (২৫) ঘরের বারান্দায় বসে অনশন করছেন স্ত্রী রিফা বেগম (১৮)।

বুধবার বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করেও তাঁর অনড় অবস্থানের কারণে ব্যর্থ হন। অনশনকারী রিফা বেগম একই গ্রামের সমুজ আলীর মেয়ে।

রিফা বেগম জানান, তার স্বামী আরিফ আগে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তাঁর সাথে প্রথমে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং একসময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি আরিফ জানতেন না।

গত ৪ জুলাই আরিফ রিফার সঙ্গে দেখা করতে এলে তিনি বিষয়টি আরিফকে অবগত করলে আরিফ বিপাকে পড়ে যান। পরে, স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু, উভয় পরিবারের কেউই বিষয়টি মেনে নেননি। দু’জনকে বিতাড়িত করা হয় পরিবার থেকে। এতে তারা স্থানীয় এক কলোনিতে বসবাস শুরু করেন।

চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। এরপর দু’দিন আরিফ কলোনিতে না ফেরায় রিফা খোঁজ নিয়ে জানতে পারেন তিনি কাতারে পাড়ি জমিয়েছেন। এরপর, গত মঙ্গলবার সকালে স্বামীর ঘরে উঠতে তাঁর বাড়িতে গেলে রিফাকে তারা ঘরে উঠতে দেননি। এ সময় তিনি ঘরের বারান্দায় অনশনে বসেন।

আরিফের বড় ভাই মিছবাহুর রহমান জানান, ‘আমাদের অবাধ্য হয়ে সম্পর্কের মাধ্যমে বিয়ে করায় আমার পিতা স্ট্যাম্পে লিখিতভাবে আরিফকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তাঁর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়ে এখন আমরা ঘরে উঠতে দেবো কেন?’

রামপাশা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য মখন মিয়া বলেন, ‘শুনেছি, পারিবারিকভাবে আরিফকে বিদেশ পাঠানো হয়েছে এবং খবরটি শোনে মেয়েটি মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে অনশন করছে। ছেলের পরিবার আমাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা বসবেন। তবে, এখন পর্যন্ত তারা তেমন কোনো উদ্যোগ নেননি।’

কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মেয়েটি স্বামীর ঘরে উঠতে অনড়। তবে, তিনি যদি এই বিষয়ে থানা পুলিশের সহায়তা চান, আমরা আইনি সহায়তা দেবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

কাজিপুরে অবৈধভাবে বিক্রি হচ্ছে নদী খননের মাটি

বিশ্বনাথে স্বামীর ঘরে উঠতে দু’দিন ধরে অনশনে অন্তঃসত্ত্বা স্ত্রী

আপডেট সময় ০৮:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

স্বামীর ঘরে উঠতে ঘরের বারান্দায় দুদিন ধরে অনশন করছেন সিলেটের বিশ্বনাথের এক অন্তঃসত্ত্বা তরুণী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে, সিএনজি চালক, বর্তমান কাতার প্রবাসী স্বামী আরিফ উদ্দিনের (২৫) ঘরের বারান্দায় বসে অনশন করছেন স্ত্রী রিফা বেগম (১৮)।

বুধবার বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করেও তাঁর অনড় অবস্থানের কারণে ব্যর্থ হন। অনশনকারী রিফা বেগম একই গ্রামের সমুজ আলীর মেয়ে।

রিফা বেগম জানান, তার স্বামী আরিফ আগে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তাঁর সাথে প্রথমে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং একসময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি আরিফ জানতেন না।

গত ৪ জুলাই আরিফ রিফার সঙ্গে দেখা করতে এলে তিনি বিষয়টি আরিফকে অবগত করলে আরিফ বিপাকে পড়ে যান। পরে, স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু, উভয় পরিবারের কেউই বিষয়টি মেনে নেননি। দু’জনকে বিতাড়িত করা হয় পরিবার থেকে। এতে তারা স্থানীয় এক কলোনিতে বসবাস শুরু করেন।

চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। এরপর দু’দিন আরিফ কলোনিতে না ফেরায় রিফা খোঁজ নিয়ে জানতে পারেন তিনি কাতারে পাড়ি জমিয়েছেন। এরপর, গত মঙ্গলবার সকালে স্বামীর ঘরে উঠতে তাঁর বাড়িতে গেলে রিফাকে তারা ঘরে উঠতে দেননি। এ সময় তিনি ঘরের বারান্দায় অনশনে বসেন।

আরিফের বড় ভাই মিছবাহুর রহমান জানান, ‘আমাদের অবাধ্য হয়ে সম্পর্কের মাধ্যমে বিয়ে করায় আমার পিতা স্ট্যাম্পে লিখিতভাবে আরিফকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তাঁর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়ে এখন আমরা ঘরে উঠতে দেবো কেন?’

রামপাশা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য মখন মিয়া বলেন, ‘শুনেছি, পারিবারিকভাবে আরিফকে বিদেশ পাঠানো হয়েছে এবং খবরটি শোনে মেয়েটি মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে অনশন করছে। ছেলের পরিবার আমাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা বসবেন। তবে, এখন পর্যন্ত তারা তেমন কোনো উদ্যোগ নেননি।’

কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মেয়েটি স্বামীর ঘরে উঠতে অনড়। তবে, তিনি যদি এই বিষয়ে থানা পুলিশের সহায়তা চান, আমরা আইনি সহায়তা দেবো।