
১৫ (অক্টোবর) বুধবার বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সকলের প্রতি আহ্বান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান রিপন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী , বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ সিরাজুল হক, সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস-চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান রিপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কৃষি কে বিপ্লব করার জন্য গ্রামের প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে সমবায় প্রতিষ্ঠিত করেছিলেন। যে সমবায় কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ করে কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যার সেই প্রচেষ্টার কারনে আজ খাদ্যতে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই সাথে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত প্রতিষ্ঠাবার্ষীকি সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।
উক্ত প্রতিষ্ঠাবার্ষীকি অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মীবান্ধব নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল মান্নান খান প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল। আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের এক বিশাল প্রাণবন্তকর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।