
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে শ্রীপুরের ১ নং সিএনবি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আমিন অভিযোগ করেন, তাঁকে নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে তিনি আজকের সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী নুরুল আমিন আরও বলেন, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের দোসর এবং আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই, এসব মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।