
সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর গোয়ালচামট ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, ফরিদপুর চেম্বার অব কমার্সের সদস্য ও ক্লাবের প্রতিষ্ঠাতা মুন্সি মাসুদুর রহমান লিমন।
দোয়া মাহফিলে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামরুল, ক্লাবের সভাপতি সালাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ক্লাবের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে বক্তারা বলেন, “মুন্সি মাসুদুর রহমান লিমনের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। পরবর্তীতে মাননীয় আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়েছেন।”
বক্তারা আরও বলেন, “লিমন শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী নন, তিনি এলাকার তরুণ সমাজের প্রেরণা। ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান প্রশংসনীয়। তিনি সর্বদা মানবসেবায় ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”
দোয়া মাহফিলের আয়োজক মুন্সি মাসুদুর রহমান লিমন বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জাতির সম্পদ। তার দ্রুত আরোগ্য কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাকে সুস্থ করে জাতির সেবায় ফিরিয়ে আনবেন।”
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় ক্লাবের সভাপতি সালাউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, “মুন্সি মাসুদুর রহমান লিমন দীর্ঘদিন ধরে গোয়ালচামট ও আশপাশের এলাকায় সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। তরুণ সমাজের মাঝে তিনি এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তারা মুন্সি মাসুদুর রহমান লিমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “যুবদলের সহ-সভাপতি পদ দ্রুত ফিরিয়ে দিয়ে তাকে পুনরায় সংগঠনে যুক্ত করার জন্য সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।”