
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি এন এ জাকির। তিনি বলেন, “সরকার যে আইন পাশ করেছেন, সেই আইন অনুযায়ী দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা দরকার।”
বান্দরবানের সিনিয়র ও প্রবীণ সাংবাদিক, প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি তাঁর বক্তৃতায় বলেন, “সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন হচ্ছে তা অমানবিক। সাংবাদিকরা পথে-প্রান্তরে নিজের নিরাপত্তা নিজে নিয়েই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।”
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মিনারুল হক বলেন, “বিগত সরকারের আমলে যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, ঠিক এখনো একটি মহল এভাবে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, “বান্দরবানে একটি মহল সাংবাদিকদের বিভিন্নভাবে মানহানি করে চাঁদাবাজ বলে থাকেন। কারণ নিউজ করলেই সাংবাদিকরা চাঁদাবাজ, আওয়ামী লীগের দোসর হয়ে যান।”
নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি এইচ এম সম্রাট এবং এখন টিভির প্রতিনিধি রিজভী রাহাতও মানববন্ধনে বক্তব্য রাখেন। রিজভী রাহাত চট্টগ্রামের এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির ব্যুরো রিপোর্টার জোবাইদ ইবনে শাহদাত সহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার সঠিক বিচারের দাবি জানান সরকারের কাছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টিভি প্রতিনিধি বাটিং মারমা, দেশ টিভি প্রতিনিধি আবুল বাশার নয়ন, আর টিভি প্রতিনিধি শাপাইত হোসেন, সাংবাদিক সুফল চাকমা, এবিএন বাংলা টিভির চেয়ারম্যান ও দৈনিক নববাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আসমত হোসেন, সাংবাদিক ইয়াছিনুল হাকিম, রনি, ফারুক, নয়ন চক্রবর্তী, রিমন পালিত, তুহিন হোসাইন, মোহাম্মদ শফিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে আগত সিনিয়র সাংবাদিকরা।
বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।