
আলহামদুলিল্লাহ — ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ও ভোলা জেলা সমিতির স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে আজ ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসীর জন্য স্বল্পমূল্যে সুচিকিৎসা ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ও ভোলা জেলা স্বাস্থ্যসেবা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন এ জেড এম ফারুক (BJSC) – সভাপতি, জিল্লুর রহমান রায়হান (BJSC) – সাধারণ সম্পাদক, আলী আজগর – আহ্বায়ক, শেখ শরীফ – সদস্য সচিব
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরোজ চৌধুরী, অর্থ সম্পাদক, ভোলা জেলা সমিতি চট্টগ্রাম (কেন্দ্রীয় কমিটি), মোসলে উদ্দিন বাহার, ওমর ফারুক, শাহাবুদ্দিন, আলাউদ্দিন আহমেদ, ফিরোজ, মনির, লোকমান, মোকছেদুর রহমান, সিয়াম, মহিউদ্দিন রিয়াজ ও রিয়াজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ইদ্রিস উল্লাহ ভূইয়া, সুপারিনটেনডেন্ট, মীর হোসাইন, অ্যাডমিন ও অ্যাকাউন্টস, ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসী এখন ইসলামী ব্যাংক হাসপাতালে বিশেষ সুবিধাসহ মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।