
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন মারজিয়া আক্তার নামে এক মুসলিম তরুণী। তিনি দাবি করেছেন, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তার হিন্দু প্রেমিক বাসুদেব দেব এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা ও বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মারজিয়া আক্তার অভিযোগ করেন, চুনারুঘাট পৌর শহরের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের ভিত্তিতে তিনি বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। মারজিয়া আক্তার জানান, প্রেমের সম্পর্কের সময় বাসুদেব দেব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে বাসুদেব তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না।
বাসুদেব দেবের প্রতারণা ও অস্বীকৃতির প্রতিবাদে মারজিয়া আক্তার বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রেমিক বাসুদেবের বাড়ির সামনে অনশন শুরু করেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন। এ বিষয়ে প্রেমিক বাসুদেব দেবের বক্তব্য বা স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত জানা যায়নি।