
“আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যের আলোকে বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হোসেন সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার অতুলচন্দ্র রায়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এর পক্ষে ছিলেন দারোগা নির্মল রায়
উপস্থিত ছিলেন,যুবদলের সভাপতি কাদের ইসলাম সাংবাদিক জানে আলম জিয়া সাইবার ফোর্সের সভাপতি সাংবাদিক নুরে আলম সাদ্দাম
অনুষ্ঠান শেষ করে মহিলা বিষয়ক অফিস থেকে সমতি গঠনের স্বেচ্ছা সেবীদের হাতে টাকা তুলে দেয়া হয়