ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি – ফারুক, সম্পাদক- ইরশাদ উত্তরায় এবি পার্টির কর্মশালা: ‘জনগণের রাজনীতিই আমাদের মূল লক্ষ্য’ – মজিবর রহমান মনজু বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা: জনজীবনের কষ্ট ও দুর্ভোগ যুবদল নেতার উপর হামলায় বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি কেওক্রাডং উন্মুক্ত: বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ঢল গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেফতার কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ওয়ারিসা ৪২তম

ছবিঃ সংগৃহীত

কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপসে অনূর্ধ্ব-৮, ১০ ও ১২ বছর, ওপেন ও বালিকা বিভাগে বাংলাদেশ অংশ নিয়েছে।

বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দারে ১১ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১১৫ জনের মধ্যে ৪২তম স্থান পেয়েছে।

ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ১১ খেলায় ৫.৫ পয়েন্টে পেয়ে ১৫০ জনের মধ্যে ৭১তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান ১১ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ১৭৫ জনের মধ্যে ৭১তম হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি ১১ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে ১২৩ জনের মধ্যে ৯৮তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন ১১ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ১৮৫ জনের মধ্যে ১৫৪তম হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত একাদশ ও  শেষ রাউন্ডের খেলায় সাফায়েত কিবরিয়া আজান কিরগিজস্তানের ইসমাইলভ আবু-বকরেরে সাথে ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি সংযুক্ত আরব আমিরাতের মারিয়ম খলিফা আলকুবাইসির সাথে ড্র করেন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার কাজাখস্তানের জিয়াদিন মালিকার কাছে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ভিয়েতনামের ভু থান আনের কাছে ও ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন কাজাখস্তানের মাকসুত এরকেবুলানের কাছে হেরে যান।

ওপেন বালক অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯.৫ পয়েন্ট পেয়ে কাজাক দাবাড়ু আদিলবেগ আদিনুর এবং বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ভারতের এ এস সারভানিকা ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯ পয়েন্ট পেয়ে চিনের ইউয়ান সুনজি চ্যাম্পিয়ন হন। ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে কাজাখস্তানের ক্যান্ডিডেট মাস্টার কুয়ানডিকুলি ডেনিস এবং বালিকা অনূর্র্ধ্ব-১২ গ্রুপে মার্কিন যুক্তরাস্ট্রের ওয়াং লেসি চ্যাম্পিয়ন হয়েছেন।

বিশ্বের ৮৭ টি দেশের সাত শতাধিক বালক ও বালিকা এই চ্যাম্পিয়নশিপসে অংশগ্রহণ করেন।

সূত্রঃ বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ওয়ারিসা ৪২তম

আপডেট সময় ১১:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপসে অনূর্ধ্ব-৮, ১০ ও ১২ বছর, ওপেন ও বালিকা বিভাগে বাংলাদেশ অংশ নিয়েছে।

বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দারে ১১ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১১৫ জনের মধ্যে ৪২তম স্থান পেয়েছে।

ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ১১ খেলায় ৫.৫ পয়েন্টে পেয়ে ১৫০ জনের মধ্যে ৭১তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান ১১ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ১৭৫ জনের মধ্যে ৭১তম হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি ১১ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে ১২৩ জনের মধ্যে ৯৮তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন ১১ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ১৮৫ জনের মধ্যে ১৫৪তম হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত একাদশ ও  শেষ রাউন্ডের খেলায় সাফায়েত কিবরিয়া আজান কিরগিজস্তানের ইসমাইলভ আবু-বকরেরে সাথে ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে সিদরাতুল মুনতাহা নাফি সংযুক্ত আরব আমিরাতের মারিয়ম খলিফা আলকুবাইসির সাথে ড্র করেন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার কাজাখস্তানের জিয়াদিন মালিকার কাছে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ভিয়েতনামের ভু থান আনের কাছে ও ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ফারসাত হোসেন কাজাখস্তানের মাকসুত এরকেবুলানের কাছে হেরে যান।

ওপেন বালক অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯.৫ পয়েন্ট পেয়ে কাজাক দাবাড়ু আদিলবেগ আদিনুর এবং বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ভারতের এ এস সারভানিকা ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯ পয়েন্ট পেয়ে চিনের ইউয়ান সুনজি চ্যাম্পিয়ন হন। ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে কাজাখস্তানের ক্যান্ডিডেট মাস্টার কুয়ানডিকুলি ডেনিস এবং বালিকা অনূর্র্ধ্ব-১২ গ্রুপে মার্কিন যুক্তরাস্ট্রের ওয়াং লেসি চ্যাম্পিয়ন হয়েছেন।

বিশ্বের ৮৭ টি দেশের সাত শতাধিক বালক ও বালিকা এই চ্যাম্পিয়নশিপসে অংশগ্রহণ করেন।

সূত্রঃ বাসস