
চীনের লিজাংয়ে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি দল। আজ কোয়ার্টার ফাইনালে তারা শক্তিশালী সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ১-৩ গোলের ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে বাংলাদেশের এই তরুণ দলটির টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা অব্যাহত থাকলো।
বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম চীনের লিজাং থেকে জানান, “আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হলো হেনান প্রভেন্সিয়াল এক্সপেরিএন্সিয়াল হাই স্কুল টিম। আমরা আশা করছি, আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে।”
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন হেদায়েত। ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল করে তিনি দলকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই সাংহাইয়ের দলটি সমতা ফিরিয়ে আনে। এরপর বাংলাদেশের তারকা খেলোয়াড় তাহসান ম্যাচের ৬৩ ও ৭৬ মিনিটে দুটি দুর্দান্ত গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এই টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে তারা চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায়। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলের বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পায়। তৃতীয় ম্যাচে হারলেও গ্রুপ রানার্সআপ হিসেবে তারা কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল।
উল্লেখ্য, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ধরনের ক্রীড়া exchange-এর আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি একটি চীনা নারী বিশ্ববিদ্যালয় দল বাংলাদেশের নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। उसी ধারাবাহিকতায় বাফুফের এই পুরুষ একাডেমি দল চীনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে।