
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলা সুপার ফাইভ দল শিরোপা জিতেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ২নং গাইন্দ্যা ইউনিয়নের ঝুলন্ত ব্রীজ পাড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঝুলন্ত ব্রীজ পাড়া একতা সংঘের সহযোগিতায় আয়োজিত এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা সুপার ফাইভ এবং উপজেলা সদর দল। এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুপার ফাইভ দল ২-১ গোলের ব্যবধানে উপজেলা সদর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণের রেশ ধরে উত্তেজনা বজায় ছিল শেষ মিনিট পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক লাছিমং মারমা প্রমুখ।
এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এই সফল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হলো বলে মনে করছেন উপস্থিত সবাই।
খেলা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।