
গুরুতর অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হয়েই আবারও দলের নেতাকর্মীদের খোঁজখবর নিতে শুরু করেছেন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস নিজ অসুস্থতাকে উপেক্ষা করে অন্য অসুস্থ নেতার পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি তিনি নিউমোনিয়া ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। অসুস্থতার একপর্যায়ে কমিউনিটি হাসপাতালের আইসিইউতে তিন দিন অবচেতন অবস্থায় থাকার পর ১৫ দিন হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি নিজ বাসভবনে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। একটু সুস্থতা বোধ করার পরই তিনি দলের সমস্ত নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে শুরু করেন।
৩০ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি জনাব এ এম নাজিম উদ্দীন-এর সাথে দেখা করেন।
তিনি সেখানে চিকিৎসকের সাথে কথা বলেন এবং নাজিম উদ্দীন সাহেবের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। কঠিন সময়ে শিমুল বিশ্বাসের এই উদ্যোগ দলের প্রতি তার দায়বদ্ধতা ও সংহতির বার্তাই বহন করে।