
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। এবার তাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ভারত। এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ভারতকেও হারানো সম্ভব।
আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, “প্রত্যেক দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা নির্ভর করে ম্যাচের দিনের খেলার ওপর। ভারত অতীতে কী করেছে, সেটা বড় বিষয় নয়। বুধবার তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে।”
তিনি আরও বলেন, “আমরা যতটা সম্ভব নিজেদের সেরা খেলাটা খেলব। একই সাথে আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।”
কাগজে-কলমে ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও, শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চান সিমন্স। তিনি বলেন, “দেখুন, বিশ্বাস তো রাখতেই হবে। আমরা নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলেছি। আমাদের সবার মধ্যে এই বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে।”
কোচ জানান, “আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি, তবে সেটা ধরে রাখতে হবে। সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।”