
সিলেটের বিশ্বনাথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ‘শারদীয় দুর্গোৎসব’ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ‘উপজেলা ও পৌর’ এলাকায় ২৪টি মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূর্জা। প্রতি বছর ‘বিশ্বশান্তি ও মানবকল্যাণ’র প্রার্থনা কামনায় নানান আয়োজনে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার বন্দনা।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ও ঢাক, ঢোল আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে পৌর শহরের বিভিন্ন সড়কে দেবী দুর্গার প্রতিমা নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে বাসিয়া নদীতে প্রতিমা বিজর্সনের জন্য উপজেলা পরিষদের ঘাটে আসেন বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বাসিয়া নদীর উপজেলা পরিষদ ঘাটে প্রতিমা বিসর্জনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এসময় প্রশাসনিক, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও প্রাণের উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেবী দুর্গার প্রতিমা বিজর্সনের পূর্বে প্রত্যেক পূজা মন্ডপে চলে সিদুঁর খেলা। নিজেদের পরিবার-পরিজন’সহ দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা। প্রতিমা বিসর্জন শেষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় সবাইকে মিষ্টিমুখ করান।
সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ‘প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনী’সহ সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যাব।
প্রতিমা বিসর্জনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার আকরামুল ইসলাম, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক সুমন দেব, বিশ্বনাথ পৌরসভার কার্য-সহকারী জগন্নাথ সাহা, বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য সুজিত দেব, উপজেলা ছাত্র ঐক্যের সহ সভাপতি প্রবীর দে, সংগঠক উত্তম দে প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথে ‘উপজেলা-পৌর’ এলাকার ২৪টি মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন হওয়ায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক’সহ ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু।