ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি – ফারুক, সম্পাদক- ইরশাদ উত্তরায় এবি পার্টির কর্মশালা: ‘জনগণের রাজনীতিই আমাদের মূল লক্ষ্য’ – মজিবর রহমান মনজু বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা: জনজীবনের কষ্ট ও দুর্ভোগ যুবদল নেতার উপর হামলায় বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি কেওক্রাডং উন্মুক্ত: বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ঢল গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেফতার কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

থানচি প্রবারণা উৎসবে জেলা পরিষদের অনুদান

বান্দরবানের থানচি আসন্ন প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ বছর থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্ম ব্যক্তি মাঝে ধর্মীয় উৎসব জন্য মোট ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ) সকাল থানচি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ ধর্ম ব্যক্তিদে, প্রবারণা উৎসব ও ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উদযাপন পরিষদ থেকে অর্থ অনুদান দেওয়া হয়। থানচি উপজেলা ব্যক্তিগত আবেদনকারী আর উৎসব উদযাপন কমিটিদে মাঝে ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য উবাথোয়ই মারমা আর থানচি প্রেস ক্লাবে সভাপতি অনুপম মারমা/ গণসংহতি আন্দোলন থানচি উপজেলা প্রধান সমন্বয় মংসাই মারমা ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তি বর্গ প্রমুখ।

থানচি কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি খ্যামংথুই মাস্টার জানান, ওয়াগ্যেয়াই পোয়ে উপলক্ষে চার দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস উড়ানো, লোকনাট্য পাংখুং এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় বি ভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হবে। থানচি সদর ইউনিয়ন ও বলি পাড়া / রড় মদো স্থানে।

উল্লেখ্য যে, আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা উৎসব। ওয়াগ্যেয়াই পোয়েটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও এই উৎসবটি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয় প্রতিবছর ।

স্থানীয় উৎসব উদযাপন কমিটির সংশ্লিস্টরা এ সময় বলেন, সরকারের সহযোগিতা এবং জেলা পরিষদের আর্থিক সহায়তা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, থানচি প্রতিবছর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় শিক্ষার নানা কর্মসূচি পালিত হয়। এবারের আর্থিক অনুদানকে ঘিরে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, অনুষ্ঠান আরও বর্ণিল ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

থানচি প্রবারণা উৎসবে জেলা পরিষদের অনুদান

আপডেট সময় ০৮:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বান্দরবানের থানচি আসন্ন প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ বছর থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্ম ব্যক্তি মাঝে ধর্মীয় উৎসব জন্য মোট ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ) সকাল থানচি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ ধর্ম ব্যক্তিদে, প্রবারণা উৎসব ও ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উদযাপন পরিষদ থেকে অর্থ অনুদান দেওয়া হয়। থানচি উপজেলা ব্যক্তিগত আবেদনকারী আর উৎসব উদযাপন কমিটিদে মাঝে ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য উবাথোয়ই মারমা আর থানচি প্রেস ক্লাবে সভাপতি অনুপম মারমা/ গণসংহতি আন্দোলন থানচি উপজেলা প্রধান সমন্বয় মংসাই মারমা ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তি বর্গ প্রমুখ।

থানচি কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি খ্যামংথুই মাস্টার জানান, ওয়াগ্যেয়াই পোয়ে উপলক্ষে চার দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস উড়ানো, লোকনাট্য পাংখুং এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় বি ভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হবে। থানচি সদর ইউনিয়ন ও বলি পাড়া / রড় মদো স্থানে।

উল্লেখ্য যে, আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা উৎসব। ওয়াগ্যেয়াই পোয়েটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও এই উৎসবটি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয় প্রতিবছর ।

স্থানীয় উৎসব উদযাপন কমিটির সংশ্লিস্টরা এ সময় বলেন, সরকারের সহযোগিতা এবং জেলা পরিষদের আর্থিক সহায়তা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, থানচি প্রতিবছর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় শিক্ষার নানা কর্মসূচি পালিত হয়। এবারের আর্থিক অনুদানকে ঘিরে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, অনুষ্ঠান আরও বর্ণিল ও সুন্দরভাবে সম্পন্ন হবে।