
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় গত ১ অক্টোবর (বুধবার) সকালে শিশু ধর্ষণের অভিযোগে ভজেন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভজেন্দ্র সরকার ‘আশ্রয়ণ প্রকল্প’ পূজামণ্ডপের সহ-সভাপতি এবং মেঘলাল সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পূজা চলাকালীন অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে থাকা অবস্থায় ভজেন্দ্র সরকার কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর সে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটির বড়ভাই ও স্বজনরা গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ ভজেন্দ্র সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটি দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
এই পাশবিক ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি যদি এমন গুরুতর অপরাধে জড়ান, তবে তা সমাজে গভীর ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি করে।
সম্প্রতি সিলেট ও পঞ্চগড়েও হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের দ্বারা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে, যা মুসলিম সমাজের অভিভাবকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।