
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য মো. আবু সাঈদ মলঙ্গীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭.১৫ টার দিকে উপজেলার ভান্ডার কোট পুলিশ ফাঁড়ির সামনে উপজেলা যুবদলের সদস্য মো. আবু সাঈদ মলঙ্গীর উপর একদল আওয়ামী সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে। গুরুতর জখম হওয়া সাঈদ বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বটিয়াঘাটা উপজেলা যুবদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী নিরু, সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, যুগ্ম আহবায়ক যথাক্রমে শাহরিয়ার বাপ্পী, মইনুল হোসেন মিন্টু, জুয়েল বিশ্বাস, শফিক মোল্যা, তুরান হোসেন রানা, আনোয়ার হোসেন, ও সদস্য যথাক্রমে নাজমুল হাসান, সাঈদুল খন্দকার, পারভেজ মোল্যা, বিল্লাল হোসেন, সোহাগ হাওলাদার, নওশাদ শেখ, এজাজ আকুঞ্জি, মশিউর, ইসা ফকির, সবুজ মিয়া, হালিম তালুকদার, বাপ্পী জমাদ্দার, মহিদুল গাজি, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, বিশ্বজিৎ, ইমরান শেখ, আশিকুজ্জান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।