
ঢাকা, ২৮ জুলাই ২০২৫: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের বেতন স্কেল ১১তম ও ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, যা দেশের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের জন্য এক বিরাট সুসংবাদ বয়ে এনেছে।
শিক্ষকগণ জাতি গঠনের মূল কারিগর এবং তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য। সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের যৌক্তিকতা অনুধাবন করে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। গৃহীত এই উদ্যোগ প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। এতে তাঁরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করতে পারবেন, যা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষকগণের প্রতি তার দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শন করছে। সরকারের এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সরকারের প্রত্যাশা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং সকল স্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন।
ডেক্স রির্পোট: 

























