
বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়াপালং ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি সমাবেশ মাওলানা শফিউল আলমের পবিত্র কোরআন তেলাওয়াত ও দারস পেশের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য (উখিয়া-টেকনাফ) কক্সবাজার-৪ আসনের জামায়াতের প্রাথমিক মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা সবাই মানুষের ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জামায়াত ইসলামী সরকার গঠন করলে মানুষের ৫টি মৌলিক অধিকার: বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা শতভাগ নিশ্চিত করবে এবং সমাজ থেকে বৈষম্য দূর করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারী মোহাম্মদ শাহজান,উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবুল হোসাইন, উপজেলা অফিস সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সদ্য চাকসু এজিএস প্রার্থী সাজ্জাদ হোসাইন মুন্না। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা রিদওয়ানুল হক জিসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন, উখিয়া উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা শাহ আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সভাপতি মাওলানা রায়হান হাবীব শফিকী, ইউনিয়ন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাস্টার ছলিম উদ্দিন, এসিট্যান্ট সেক্রেটারি মাস্টার মাঈনুল কবির চৌধুরী তারেক, সাংগঠনিক সেক্রেটারি, অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ, ইউনিয়ন ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান নিজামী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইন্জিনিয়ার আতিকুর রহমান সিকদার, ইউনিয়ন পেশাজীবি সভাপতি মাস্টার আব্দুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, রাজাপালং ইউনিয়ন আমির রুহুল আমিন, ৭নং ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুর রহমান, ইউনিট সভাপতি মাওলানা আব্দুল্লাহ, ইউনিয়ন শিবির সাহিত্য সম্পাদক হাফেজ মনজুর আলম।
গত ২৪ অক্টোবর জুমাবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়াপালং ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি সমাবেশ স্বতঃস্ফূর্ত ও সহস্রাধিক লোকের উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৬নং ওয়ার্ডের সভাপতি এইচ.এম ইউনুছের সভাপতিত্বে, ইউনয়িন শ্রমিক কল্যাণ সভাপতি মাওলনা রাশেদুল ইসলাম জবল এর সার্বিক পরিচালনায়, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মাওলানা ছৈয়দ আলম এর সঞ্চালনায় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।
মোস্তফা জামান চৌধুরী : উখিয়া-টেকনাফ প্রতিনিধি 


















