
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নাসিম উদ্দিন আকন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে শনিবার (২৫ অক্টোবর) আসর বাদ বরিশাল নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাত ৮ টায় ঝালকাঠির এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা), রোববার সকাল ১০টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং শেষে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় এই আদর্শবান রাজনীতিবিদকে শেষবারের মত শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সংবিধান সংস্কার কমিশন সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, ড.ফয়জুল হক, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাসহ ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবার (২৫ অক্টোবর) নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহিদুলের মোটরসাইকেল করে নাসিম উদ্দিন আকন রাজাপুরে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনা পাথরঘাটাগামী হা-মীম পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাসিম আকন ছিটকে পাশের এক গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে কর্দমাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাগেছে, রাজাপুর বিএনপির রাজনীতিতে মো: নাসিম আকন ছিলেন উজ্জ্বল নক্ষত্র। তার সাহসিকতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজেকে একজন নির্ভীক, আদর্শবান ও সংগঠক নেতারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। দলের কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে গেছেন তখন রাজাপুর বিএনপির হাল ধরেন এই নাসিম আকন। দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি শুধু নেতৃত্বই দেননি, তাদের মনোবলও অটুট রেখেছিলেন। রাজাপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি সংগঠনের ভিত গড়ে তোলায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বাস করতেন, রাজনীতি মানে জনসেবা, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো। তাই রাজাপুরের জনপদে যে কোনো বিপদ আপদে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশায়, তিনি ছিলেন সবার আগে।
মিঠুন চক্রবতী, ঝালকাঠি প্রতিনিধি : 


















