
রাঙ্গামাটি জেলার রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজগর আলী খান, সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন সুমন খান
শনিবার রাঙ্গামাটি জেলার রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল মোতাবেক সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ব্যধিত অন্যান্য পদে একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত সময়ে শুধু সভাপতি ও সাধারণ পদের জন্য গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভার পর পর নির্বাচন শুরু হয়।
রাজস্থলী প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদের সিনিয়র সহসভাপতি পদে চাথোয়াইমং মারমা, যুগ্ন সম্পাদক পদে উচাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনায় দায়িত্ব ছিলেন এডহক কমিটির আহবায়ক হারাধন কর্মকার ও সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ।পর্যবেক্ষ ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বিশ্বাস।
রাজস্থলী প্রতিনিধি 

























