
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে কেংড়াছড়ি পশ্চিম পাড়াকেন্দ্রে সভাটি আয়োজিত হয়। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকর্মীদের ক্লাস্টার ভিত্তিক এই সভায় টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য টিকাদানের গুরুত্ব ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) আয়োজিত এই কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গ্যাভি (Gavi) এবং ইউনিসেফ সার্বিক সহযোগিতা প্রদান করছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ঊষাতুই মারমা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (ইউনিসেফ)-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুরমা চাকমা। এছাড়াও মাঠ সংগঠক মিস মরিয়ম আক্তার আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন।
বক্তারা বলেন, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এই টিকাদান অত্যন্ত জরুরি। স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বক্তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং এই স্বাস্থ্য উদ্যোগকে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই সামাজিক সেবা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করেন।
মোঃ মোজাফফর আহমেদ : বিলাইছড়ি (রাঙ্গামাটি) 


















