ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি – ফারুক, সম্পাদক- ইরশাদ উত্তরায় এবি পার্টির কর্মশালা: ‘জনগণের রাজনীতিই আমাদের মূল লক্ষ্য’ – মজিবর রহমান মনজু বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা: জনজীবনের কষ্ট ও দুর্ভোগ যুবদল নেতার উপর হামলায় বটিয়াঘাটা উপজেলা যুবদলের বিবৃতি কেওক্রাডং উন্মুক্ত: বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ঢল গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেফতার কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন বগুড়া ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নন্দীগ্রামে আদালতের নির্দেশে মসজিদের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

বগুড়ার জেলা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি উত্তরপাড়া গ্রামের জামে মসজিদের জায়গা থেকে আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা জজ আদালতের নাজির আয়ুব আলীর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরপলি গ্রামের মৃত পানা উল্লাহ তার নামে থাকা ১৪ শতক জায়গা বীরপলি উত্তরপাড়া জামে মসজিদের জন্য দান করেন। জায়গাটির মৌজা বীরপলি, দাগ নং ৩১৫, জেল নং ২২২। তবে দানকৃত জায়গায় একই গ্রামের মৃত পিয়ার আলী আকন্দের ছেলে ইয়াছিন আলী এবং হযরত আলী আকন্দের ছেলে আছির উদ্দিন ওই জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয় জন প্রতিনিধিরা বারবার অনুরোধ করলেও তারা জায়গা ছেড়ে দেয়নি। পরে ২০১৮ সালের ২৭ আগস্ট মসজিদ কমিটির পক্ষ থেকে আলহাজ্ব আবুল হোসেন বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালত মসজিদের পক্ষে রায় প্রদান করে। কিন্তু আদালতের রায় কার্যকর না করে দখলদাররা জায়গা ছাড়তে অস্বীকৃতি জানায়। নোটিশ দিয়েও কাজ না হওয়ায় মসজিদ কমিটি পুনরায় আদালতের শরণাপন্ন হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী উচ্ছেদ অভিযান পরিচালনা করে বসতবাড়ি ভেঙে জায়গাটি মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেন।

এসময় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, মসজিদ কমিটির সভপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী বলেন, আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

নন্দীগ্রামে আদালতের নির্দেশে মসজিদের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ

আপডেট সময় ০৬:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার জেলা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি উত্তরপাড়া গ্রামের জামে মসজিদের জায়গা থেকে আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা জজ আদালতের নাজির আয়ুব আলীর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরপলি গ্রামের মৃত পানা উল্লাহ তার নামে থাকা ১৪ শতক জায়গা বীরপলি উত্তরপাড়া জামে মসজিদের জন্য দান করেন। জায়গাটির মৌজা বীরপলি, দাগ নং ৩১৫, জেল নং ২২২। তবে দানকৃত জায়গায় একই গ্রামের মৃত পিয়ার আলী আকন্দের ছেলে ইয়াছিন আলী এবং হযরত আলী আকন্দের ছেলে আছির উদ্দিন ওই জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয় জন প্রতিনিধিরা বারবার অনুরোধ করলেও তারা জায়গা ছেড়ে দেয়নি। পরে ২০১৮ সালের ২৭ আগস্ট মসজিদ কমিটির পক্ষ থেকে আলহাজ্ব আবুল হোসেন বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালত মসজিদের পক্ষে রায় প্রদান করে। কিন্তু আদালতের রায় কার্যকর না করে দখলদাররা জায়গা ছাড়তে অস্বীকৃতি জানায়। নোটিশ দিয়েও কাজ না হওয়ায় মসজিদ কমিটি পুনরায় আদালতের শরণাপন্ন হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী উচ্ছেদ অভিযান পরিচালনা করে বসতবাড়ি ভেঙে জায়গাটি মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেন।

এসময় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, মসজিদ কমিটির সভপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের নাজির আয়ুব আলী বলেন, আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে।