
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকায় ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এই নতুন ডায়াগনস্টিক সেন্টারটি গোসাইবাড়ী সাতমাথা এলাকায় স্থানীয়দের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. সোহেলা পারভীন জলি। তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং স্থানীয় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এসময় সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল আলিম ও আয়োব হোসেন উপস্থিত ছিলেন। তারা স্থানীয়দের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং জানান যে এই প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক হোসেন, শহিদুল ইসলাম টিটু, জাহিদুল ইসলাম এবং শামীম শেখ।
উদ্বোধনের মধ্য দিয়ে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করা হচ্ছে।