
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গাজী কালুশাহ (রঃ) এর আস্তানায় ৪২তম বার্ষিক ওরশ মাহফিল গতকাল, ২৩ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত এই আস্তানায় ওরশ উদযাপনে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে রাতব্যাপী এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও জিকির-আজকারের আয়োজন করা হয়। আস্তানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাহফিল।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ছীলছড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ আঃ রহমান। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আউব আলী মাইজভান্ডারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবদুর রব ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) একরামুল, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, এবং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন।
আস্তানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সফলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ওরশ উদযাপন কমিটির বিশেষ আহ্বানে সাড়া দিয়ে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা দলে দলে যোগ দিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন। কমিটির পক্ষ থেকে আস্তানা প্রাঙ্গণে ও পীরের রওজা মোবারকে সিজদা না করার যে অনুরোধ জানানো হয়েছিল, তা সকলে মেনে চলে।
মাহফিলের শেষে আস্তানা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) : 



















