
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার স্থানীয়রা ওই দুজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আটকদের মধ্যে রনি বিকাশ ত্রিপুরা (৩২) উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার বাসিন্দা এবং অন্যজন একই এলাকার ১৭ বছরের কিশোর।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে ১৪ বছরের এক কিশোরী তার আত্মীয়ের সঙ্গে স্থানীয় কালি মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার কিশোর ও যুবক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়।”
তিনি বলেন, সন্ধ্যায় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দেয়। তবে এ ঘটনায় জড়িত আরও দুই তরুণ পলাতক আছেন।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভুক্তভোগী কিশোরীসহ আটক দুইজন পুলিশ হেফাজতে আছেন। অন্য দুইজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আটক আসামীদের নাম ও ঠিকানা :
১। রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতাঃ অরুন বিকাশ রোয়াজা, মাতাঃ শ্যামলী দেবী ত্রিপুরা। ঠিকানা : চোংড়াগোপা, হেমন্ত হেডম্যান পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
২। ডেটল বাবু (১৭), পিতাঃ আনি রঞ্জন ত্রিপুরা, মাতাঃ চমশ্রী ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
পলাতক আসামীদের নাম ও ঠিকানা :
১। সুমন বিকাশ ত্রিপুরা (১৮), পিতাঃ যুদ্ধ কুমার ত্রিপুরা, মাতাঃ সিখাতি ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
২। রিমন ত্রিপুরা (২২), পিতাঃ হেয়াসা ত্রিপুরা, মাতাঃ কুসুমলতা ত্রিপুরা। ঠিকানা : উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন, মাটিরাঙ্গা।
মোঃ নুর নবী : মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি 



















