
গত ১৪/১০/২০২৫ তারিখ মঙ্গলবার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হওয়া লতা মার্মার (নাম পরিবর্তন করা হয়েছে) শোকাহত পরিবারকে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছে বিলাইছড়ি উপজেলা প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহত লতা মার্মার স্বামী মিলন কান্তি চাকমার হাতে নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা তুলে দেওয়া হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক শোকাহত পরিবারের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, “লতা মার্মার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি মানবিক বিপর্যয়। এই সামান্য আর্থিক অনুদান হয়তো শোক দূর করতে পারবে না, কিন্তু এটি তাদের কঠিন সময়ে কিছুটা হলেও সাহস যোগাবে।”
অনুদান প্রদানকালে মিলন কান্তি চাকমা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ বেতার রাঙ্গামাটি সংবাদদাতা মোঃ মোজাফফর আহমেদ, ভারপ্রাপ্ত প্রশাসন কর্মকর্তা সুজন বড়ুয়া, পিআই অফিসের অফিস সহকারি মোঃ সুমন গাজী এবং ১নং বিলাইছড়ি ইউপি সদস্য ওমর ফারুক।
মোঃ মোজাফফর আহমেদ : বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি 



















