
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের দাঁড়িপাল্লার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১ অক্টোবর) রাতে উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের দ্বিপবন্দ বিলপার গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন অতিতে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তারা এদেশ থেকে দুর্নীতি ও চাদাবাজদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে। কারন তারাই দুর্নীতিতে জড়িত ছিল। তাই আজ সময় এসেছে এই সব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বয়কটের মাধ্যমে জামায়তে ইসলামীকে দিয়ে ন্যায় ও ইনসাফের সমাজ গড়তে সবাইকে এক হতে হবে। সারা দেশের কলেজ গুলিতে যেভাবে জেগেছে ছাত্ররা, আগামীতে ঠিক একি ভাবে দেশের মানুষ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে জামায়াত জুলাই বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়বো।
ওয়ার্ড সভাপতি ওয়াহিদ আলীর সভাপতিত্বে ও আব্দুল হেকিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশের সভপতি আব্দুল মালিক।ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা যুব বিভাগের জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন বদরুল আলম রফিক।
উপস্থিত ছিলেন, রইছ আলী, মাষ্টার আশিকুর রহমান, সমসুল হক, আবুল কালাম মদরিচ আলী, গিয়াস উদ্দিন, বশির উদ্দিন, আব্দুল মালিক প্রমূখ।
বিশ্বনাথ প্রতিনিধি : 



















